ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

ঢাকা স্কুল অফ ইকোনমিকস এর `উদ্যোক্তা অর্থনীতি` বিভাগের ওয়েবিনার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৩, ৩ ফেব্রুয়ারি ২০২৪

ঢাকা স্কুল অফ ইকোনমিকস এর "উদ্যোক্তা অর্থনীতি" বিভাগের আয়োজনে ৩১ শে জানুয়ারী, ২০২৪ রাত ৮টায় "স্ট্র‍্যাটেজিক মার্কেটিং ফর ইন্টারন্যাশনাল বিজনেস এক্সপানশন" শিরোনামে একটি অনলাইন ওয়েবিনার আয়োজিত হয়। 

ওয়েবিনারে সভাপতিত্ব করেন উদ্যোক্তা অর্থনীতি বিভাগের প্রোগ্রাম কো-অর্ডিনেটর এবং স্বনামধন্য অর্থনীতিবিদ প্রফেসর ড.মুহাম্মদ মাহবুব আলী স্যার। 

এতে প্রধান অতিথি এবং ওয়েবিনারটির প্রধান বক্তা হিসেবে যুক্ত ছিলেন "দিল্লী ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট" এর সহযোগী অধ্যাপক ড.প্রবাল চক্রবর্তী।

উক্ত ওয়েবিনারে তিনি আন্তর্জাতিকভাবে ব্যবসা প্রসারের লক্ষ্যে প্রয়োজনীয় সকল তথ্যাদি অত্যন্ত সাবলীলভাবে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন। আন্তর্জাতিকভাবে ব্যবসা প্রসারের গুরুত্বও তিনি তুলে ধরেন।

আমেরিকা, জাপান কিংবা জার্মানির মত দেশগুলো গ্লোবাল মার্কেটিং মাধ্যমে কিভাবে তাদের দেশের পণ্যের ৮০ শতাংশেরও বেশি বিক্রয় সম্পন্ন করে এবং কিভাবে আমরা সেটি করতে পারি,সে সম্পর্কে ধারণা দেন।

ইন্টারন্যাশনাল মার্কেটিং পরিকল্পনা ও সিদ্ধান্ত বিষয়ক উপদেশ ও তিনি "ঢাকা স্কুল অব ইকোনমিকস" এর স্টুডেন্টদের উদ্দেশ্যে দেন।

আন্তর্জাতিক মহলে ব্যবসা প্রসারের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে "বৈশ্বিক অর্থনৈতিক অবস্থা"। এ বিষয়েও তিনি বিশদ আলোচনা করেন এবং বিভিন্ন মাল্টি ট্রানজ্যাকশনাল প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রমের উদাহরণ শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি