ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

জবির ল’ অ্যালামনাই’র সভাপতি মেহেদী, সম্পাদক সুমন

জবি প্রতিনিধি  

প্রকাশিত : ১১:২৭, ৪ ফেব্রুয়ারি ২০২৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ল'অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২০২৪-২০২৫ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে আইন বিভাগের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী ও সিনিয়র সহকারী জজ মো. মেহেদী হাসানকে সভাপতি এবং একই ব্যাচের শিক্ষার্থী ঢাকা আইনজীবী সমিতির সদস্য মো. সুমন হোসাইনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

শনিবার (৩ ফেব্রুয়ারি) বিভাগের হলরুমে সাবেক শিক্ষার্থীদের ভোটের মাধ্যমে এ কমিটির সবাইকে নির্বাচিত করা হয়। 

কমিটির অন্যরা হলেন- যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রনি ও মো. রাজু শিকদার, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন পলাশ, মহিলা বিষয়ক সম্পাদক পারুল আক্তার, সাহিত্য, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক বেগ শোয়াইব আহমেদ, প্রচার ও জনসংযোগ বিষয়ক সম্পাদক তৌফিকুল হাসান, আইনগত সহায়তা ও সমাজকল্যাণ সম্পাদক মো. জিন্নাতুল ফেরদৌস জিন্না এবং ক্রীড়া, সাংস্কৃতিক ও আপ্যায়ন সম্পাদক সুজন মিয়া।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি