ঢাকা, বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ডেঙ্গুতে রাবি শিক্ষার্থীর মৃত্যু

রাজশাহী বিভাগীয় প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১১, ৬ ফেব্রুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার দুপুরে মরদেহ তার নিজ বাড়িতে পাঠানো হয়। এর আগে সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মারা যান তিনি।

শিক্ষার্থী মো. মুরাদ আহমেদ মৃধা রাবির গণিত বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার কাটাস্কোল গ্রামে। তার বাবা মো. সাত্তার মৃধা এবং মা মোছা. মিনা বেগম। 

বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সভাপতি অধ্যাপক নাসিমা আক্তার বলেন, মারা যাওয়ার পর জানতে পারলাম মুরাদ ২৫ জানুয়ারি থেকে অসুস্থ হয়ে রামেক হাসপাতালে ভর্তি ছিল। তার রোগের বিষয়টি বিভাগ বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কেউ জানতেন না। 

বিষয়টি প্রশাসনকে জানালে হয়তো তার আরও উন্নত চিকিৎসার ব্যবস্থা করা যেত, বলেন অধ্যাপক নাসিম আক্তার।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি