ঢাকা, রবিবার   ১৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

কুরছাপ হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের নির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৮, ৯ ফেব্রুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ঐতিহ্যবাহী কুরছাপ হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের প্রথম নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ১৯৯৭ ব্যাচের ছয়ঘরিয়া এলাকার মোস্তাফিজুর রহমান।

এসোসিয়েশনের এই কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদক সহ মোট ৫৯ জনকে অন্তর্ভুক্ত করা হয়। সকলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় মনোনয়নের ভিত্তিতে নির্বাচিত হন। এই কমিটি আগামী তিন বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

গত বছরের ২৬ ডিসেম্বর (মঙ্গলবার) ম্যানিজিং কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি সামিউল আহসান ভুঁইয়ার অনুমতি সাপেক্ষে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের বৈঠকে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

কমিটির সভাপতি নির্বাচিত করা হয় ১৯৮৪ ব্যাচের মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে, সিনিয়র সহ-সভাপতি ১৯৯২ ব্যাচের কামরুজ্জামান কামরুনকে, সাধারণ সম্পাদক ২০০৭ ব্যাচের জহিরুল ইসলামকে এবং কোষাধক্ষ্য হিসেবে ১৯৯১ ব্যাচের জাহাঙ্গীর আলমকে নির্বাচিত করা হয়।

কমিটিতে মোস্তাফিজুর রহমানসহ মোট ১৮ জনকে নির্বাহী সদস্য নির্বাচিত করা হয়।

উল্লেখ্য, মোস্তাফিজুর রহমান বর্তমানে একুশে টেলিভিশনে সাংবাদিকতা পেশায় নিয়োজিত রয়েছেন।

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি