ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ঢাকা কমার্স কলেজের বর্ণাঢ্য শিক্ষা সফর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৭, ১৭ ফেব্রুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

কাক ডাকা ভোরে রাজধানীর সদরঘাটে যেন নেমে এলো উচ্ছ্বাসের জোয়ার। এই জোয়ারে ভাসতে ভাসতেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারি সমেত পাঁচশোর বেশি শিক্ষার্থী সুন্দরবন-১৬ এ করে রওনা হয় দেশের ঐতিহ্যবাহী চাঁদপুরের নদী সাগর মোহনা পরিভ্রমণে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দিনব্যাপি এই শিক্ষা সফর তথা নৌ বিহারের আয়োজক ঢাকা কমার্স কলেজ। 

সকালে পায়রা ও বেলুন উড়িয়ে শিক্ষা সফর ২০২৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন কলেজের অধ্যক্ষ ও অতিথিবৃন্দগণ। এরপর সকালের নাস্তা শেষে বুড়িগঙ্গাসহ অন্যান্য নদীর দূষণরোধে উন্মুক্ত সেশন অনুষ্ঠিত হয়। ছাত্র-ছাত্রীরা পৃথক উন্মুক্ত সেশনে যার যার মতো করে আনন্দ উচ্ছ্বাসে সময় কাটায়। এরপর জুমার নামাজের যাত্রা বিরতি শেষে মধ্যাহ্ন ভোজের পর সঙ্গীতজ্ঞ কুদ্দুস বয়াতির সঙ্গীতের মূর্ছনায় শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র। যেখানে ছিল একাধিক বিমান টিকেট, প্রেসার কুকার ও ক্রোকারিজসহ আকর্ষণীয় বিভিন্ন পুরস্কার। 

9

সফরের সমাপনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন বিইউবিটি ট্রাস্টের চেয়ারম্যান ও ঢাকা কমার্স কলেজের গভর্নিং বডির সদস্য মো. শামসুল হুদা এফসিএ, কলেজের গভর্নিং বডির সদস্য আহমেদ হোসেন, অধ্যক্ষ প্রফেসর ড. মো. আবু মাসুদ ও উপাধ্যক্ষ প্রফেসর মো. ওয়ালী উল্যাহ্ ও সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. শফিকুল ইসলাম’সহ অন্যান্য অতিথিবৃন্দ, কলেজের জ্যেষ্ঠ অধ্যাপক, ফ্যাকাল্টি এবং কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ। 

ঢাকা কমার্স কলেজ বছরের বিভিন্ন সময়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় সকল দিবস পালনের পাশাপাশি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বার্ষিক ভোজ ও শিক্ষা সফরসহ শিক্ষামূলক বিভিন্ন কার্যক্রম বেশ জাঁকজমকের সঙ্গে পরিচালনা করে থাকে। তন্মধ্যে চাঁদপুরের মোহনায় ইলিশ ধরাসহ তাজা ইলিশের টেস্ট গ্রহণ ও সাগরের মোহনায় বৈচিত্রময় পানির প্রবাহ সম্পর্কে শিক্ষার্থীদের বাস্তব জ্ঞানে সমৃদ্ধ করার ব্যাপারটি অন্যতম।

কেআই// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি