ঢাকা, বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ভিকারুননিসা স্কুলে ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৭, ২৮ ফেব্রুয়ারি ২০২৪ | আপডেট: ১৫:৫১, ২৮ ফেব্রুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে (স্কুল শাখা) ২০২৪ সালে প্রথম শ্রেণিতে ভর্তি হওয়া ১৬৯ জন শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হয়েছে।

আজ বুধবার হাইকোর্টের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা অধিদপ্তর।

একই সঙ্গে অপেক্ষমান তালিকা থেকে ভর্তির নির্দেশ দেওয়া হয়েছে।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের এক প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৪ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির ঊর্ধ্বসীমা অনুসরণ না করে ১ জানুয়ারি ২০১৭ সালের পূর্বে জন্ম নেওয়া শিক্ষার্থীদের ভর্তি করাটা ছিল বিধি বহির্ভূত। এ অবস্থায়, ২০১৫ সালে জন্ম নেওয়া ১০ জন এবং ২০১৬ সালে জন্ম নেওয়া ১৫৯ জনসহ মোট ১৬৯ জন শিক্ষার্থীর ভর্তি বাতিল করতে জরুরিভিত্তিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে জানাতে অনুরোধ করা হলো।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাডভোকেট মো. শামীম সরদার।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি