ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বেস্টুরেন্টের আগুনে জবি শিক্ষার্থীর মৃত্যু

জবি সংবাদদাতা

প্রকাশিত : ১৫:৪০, ১ মার্চ ২০২৪

রাজধানীর বেইলি রোডের রেস্টুরেন্টে অগ্নিকান্ডের ঘটনায় মো. নুরুল ইসলাম নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের এমবিএর সান্ধ্যকালীন কোর্সের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ১৩তম ব্যাচে অধ্যয়নরত ছিলেন। 

বৃহস্পতিবার রাত ১০টার দিকে অগ্নিকাণ্ডের পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজে তার মৃত্যু হয়। 
মৃত্যুকালে তার পকেটে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আইডি কার্ড পাওয়া যায়। ঘটনা দ্রুত গণমাধ্যমে ছড়িয়ে পড়লে সহপাঠীরা হাসপাতালে দিকে ছুটে আসেন।

নিহত নুরুল ইসলামের পৈতৃক বাড়ি রাজধানী ঢাকা বাবুবাজার এলাকায়। তার পিতার নাম মো. মুসলিম এবং মাতা রেশমা বেগম। এর আগে তিনি সিদ্ধেশ্বরী কলেজ থেকে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিষয়ে স্নাতক সম্পন্ন করেন।

মৃত্যুর বিষয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিশ্চিত করে প্রক্টর অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেন, নুরুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সান্ধ্যকালীন কোর্সের শিক্ষার্থী। তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। বিশ্ববিদ্যালয় তার পরিবারের পাশে রয়েছে। প্রয়োজনে নুরুল হোসেনের পরিবারকে আর্থিক সহযোগিতা করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

এ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম, ট্রেজারার অধ্যাপক ড. মো: হুমায়ুন কবীর চৌধুরী এবং প্রক্টর অধ্যাপক ড. মো। জাহাঙ্গীর হোসেন গভীর শোক প্রকাশ করেছেন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি