ইসলামী বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশনের পিকনিক অনুষ্ঠিত
প্রকাশিত : ২১:৪১, ২ মার্চ ২০২৪ | আপডেট: ২২:৩১, ২ মার্চ ২০২৪
ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার বার্ষিক বনভোজন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। এ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে রাজধানীর মিরপুর বেড়িবাঁধ সংলগ্ন তুরাগ রিক্রিয়েশন ওয়াল্ডে অনুষ্ঠিত এতে বিভিন্ন শ্রেণি পেশার কর্মজীবী ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। হারানো দিনের বন্ধু, বড় ভাই-বোনদের কাছে পেয়ে আত্মহারা হয়ে পড়েন কেউ কেউ। আবেগতাড়িত অনেকই কেঁদে অন্যদের জড়িয়ে ধরেন।
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি শিক্ষক নেতা ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ শাহজাহান আলম সাজুর সভাপতিত্বে এবারের অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শাহ মনজুরুল হক। বক্তব্য দেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আজিজুর রহমান, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য আবুল কালাম আজাদ, মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. কামাল উদ্দিন, বিশিষ্ট শিল্পপতি মো.মহসীন, ইসলামী ব্যাংকের উর্ধতন কর্মকর্তা জিল্লুর রহমান পাটোয়ারি, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিক জালাল উদ্দিন তুহিন, কুমিল্লা সরকারি কলেজের অধ্যাপক এম মিজানুর রহমান, আন্তর্জাতিক ক্রীড়াবিদ কাজল দত্ত, মোল্লা সারিবা মীনা, একুশে টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক ড. অখিল পোদ্দার, ব্যাংকার ইউ এস অনন্যাসহ অন্যান্যরা।
বেইলি রোডে আগুনে নিহতদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করেন এ্যালামনাই সদস্যরা। সমবেদনা জানিয়ে বক্তব্য দেন সাবেক সাংসদ অধ্যক্ষ শাহজাহান আলম সাজু।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক ও জ্ঞাননির্ভর বাংলাদেশ বিনির্মাণে ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই কাজ করে যাচ্ছে। এ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সরকারকে আরো বেশি উদ্যোগী হওয়ার আহ্বান জানান তাঁরা। অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে জমি বরাদ্দ দেওয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন বক্তারা। অবিলম্বে এ্যালামনাইয়ের পক্ষ থেকে ঢাকায় ক্লাব পরিচালনার ঘোষণা দেন এডভোকেট শাহ মন্জুরুল হক। অনুষ্ঠান শেষে ফুটবল খেলায় অংশ নেন সিনিয়র ও জুনিয়র সদস্যরা। মনোজ্ঞ সঙ্গীত ও আনন্দঘন পরিবেশে লটারি অনুষ্ঠানে অংশ নেন ইসলামী বিশ্ববিদ্যালয় এ্যালামনাইয়ের সদস্যরা।
আরও পড়ুন