ঢাকা, মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫

রাবিতে ‘সি’ ইউনিটের পরীক্ষা দিয়ে শুরু ভর্তিযুদ্ধ

রাজশাহী বিভাগীয় প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৪১, ৫ মার্চ ২০২৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে তিনদিনের ভর্তিযুদ্ধ শুরু হয়েছে। 

মঙ্গলবার (৫ মার্চ) সকাল ৯টা থেকে শুরু হয় 'সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা। 

চলতি বছর 'সি' ইউনিটে কোটাসহ আবেদন করেছেন ৭৬ হাজার ৩৫৪ জন ভর্তিচ্ছু এবং কোটা বাদে আবেদনকারীর সংখ্যা ৭০ হাজার ৯৭৬ জন। তিনটি ইউনিটে কোটা বাদে ৩ হাজার ৯০৪টি আসনের বিপরীতে মোট এক লাখ ৭৩ হাজার ১১৭টি আবেদন জমা পড়েছে। এ হিসাবে প্রতিটি আসনের বিপরীতে লড়ছে ৪৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এবার প্রতি ইউনিটে চার শিফটে হচ্ছে ভর্তি পরীক্ষা। বুধবার (৬ মার্চ) কলা অনুষদভুক্ত ‘এ’ ইউনিট এবং পরদিন বৃহস্পতিবার (৭ মার্চ) ব্যবসায় অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে এবারের রাবির ভর্তি পরীক্ষা। 

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, 'ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সকল কাজ করছে। আমরা আশা করছি, এখানে সকলেই নিরাপদে আসবে এবং নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরে যাবে।’

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি