ঢাকা, বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

অতিরিক্ত দায়িত্ব ছাড়ার চিঠি দিলেন কুবি শিক্ষক

কুবি প্রতিনিধি

প্রকাশিত : ১৪:১১, ১২ মার্চ ২০২৪

Ekushey Television Ltd.

আইনের ব্যত্যয় ঘটিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিভাগীয় প্রধান নিয়োগ ও নানা দুর্নীতির অভিযোগে অনেকে দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। এবার অতিরিক্ত দায়িত্ব ছাড়তে কুবি প্রশাসনকে চিঠি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ জুলহাস মিয়া। 

সোমবার (১১ মার্চ) বিজ্ঞান অনুষদের ডিন বরাবর প্রেরিত এক চিঠিতে এ তথ্য জানা যায়।  

চিঠিতে ড. জুলহাস মিয়া বলেন, ২০১০ সালের ২৯ অক্টোবর  হতে পদার্থবিজ্ঞান বিভাগ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কর্মরত আছি। ২০২০ সালের ১৭ জুন বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে তিন বছরের জন্য বিভাগীয় প্রধানের দায়িত্ব প্রদান করেন। যার মেয়াদ গত ১৬ জুন ২০২৩ সালে শেষ হয়ে যায়।  তবে গত ১৫ জুন ২০২৩ সালের এক অফিস আদেশের মাধ্যমে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিভাগীয় প্রধান হিসেবে আমাকে দায়িত্ব অব্যাহত রাখতে বলা হয়। 

তবে গত ৩০ নভেম্বর ২০২৩ সালে আমার স্ত্রী ব্রেন স্ট্রোক করে। তার চিকিৎসা ও বর্তমান শারীরিক অবস্থা নিয়ে আমি ও আমার পরিবার মানসিকভাবে বিপর্যস্ত এবং চিন্তিত। এ অবস্থায় আগামী ১৮ মার্চ থেকে আমি ড. মোহাম্মদ জুলহাস মিয়া পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে আর দায়িত্বে বহাল থাকতে চাই না।

এছাড়াও চিঠিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধও জানান তিনি।

দায়িত্ব ছাড়ার বিষয়ে জুলহাস মিয়া জানান, আমাকে যখন অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয় তখনও আমি ভিসি স্যারকে মৌখিকভাবে বলেছিলাম অতিরিক্ত দায়িত্ব না দিতে। এখন আমি প্রশাসন বরাবর লিখিত দিয়েছি এবং ভিসি স্যারকে সেটা অবগত করেছি। আমি আগামী ১৮ তারিখের পর থেকে অতিরিক্ত সময়ের জন্য বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করবো না। বিধি মোতাবেক বিভাগীয় প্রধান নিয়োগ দেওয়ার অনুরোধ জানাই।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি