ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

কটকা ট্রাজেডি: আজ খুলনা বিশ্ববিদ্যালয়ে শোক দিবস

খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত : ০৯:২১, ১৩ মার্চ ২০২৪ | আপডেট: ০৯:২৩, ১৩ মার্চ ২০২৪

আজ ১৩ মার্চ (বুধবার) খুলনা বিশ্ববিদ্যালয়ে শোক দিবস। ২০০৪ সালের এ দিনে সুন্দরবনের কটকা নামক স্থানে সফরে গিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের ৯ জন এবং বুয়েটের ২ জনসহ মোট ১১ জন ছাত্র-ছাত্রী সমুদ্রগর্ভে নিমজ্জিত হয়ে শাহাদতবরণ করেন।

প্রতিবছর এ দিনটি খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবস হিসেবে পালিত হয়ে আসছে। 

বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের ৯ জন শিক্ষার্থী যারা এ দুর্ঘটনায় শাহাদতবরণ করেন তারা হলেন- আরনাজ রিফাত রূপা, মোঃ মাহমুদুর রহমান, মাকসুমুল আজিজ মোস্তাজী, আব্দুল্লাহ হেল বাকী, কাজী মুয়ীদ বিন ওয়ালী, মোঃ কাওসার আহমেদ খান, মুনাদিল রায়হান বিন মাহবুব, মোঃ আশরাফুজ্জামান, মোঃ তৌহিদুল এনাম। 

এছাড়া বুয়েটের দু’জন ছাত্রের নাম সামিউল ও শাকিল।

এ বছর দিবসটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১০টায় কালোব্যাজ ধারণ, সকাল ১০.১৫ মিনিটে শোকর‌্যালি ও পুষ্পস্তবক অর্পণ, সকাল ১০.৪৫ মিনিটে সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে শোকসভা ও স্মৃতিচারণ। 

এছাড়াও রয়েছে বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল, বাদ মাগরিব এতিমদের সাথে ইফতার ও নৈশভোজ।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি