ঢাকা, সোমবার   ০৬ জানুয়ারি ২০২৫

প্রভাষক পদে নিয়োগ পেলেন পবিপ্রবির পাঁচ শিক্ষার্থী

পবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৫, ২১ মার্চ ২০২৪

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) পাঁচ শিক্ষার্থী সম্প্রতি হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে (হকৃবি) প্রভাষক পদে নিয়োগ পেয়েছেন। 

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের মাইক্রোবায়োলজি এন্ড ভেটেরিনারি পাবলিক হেলথ ডিপার্টমেন্টে নিযুক্ত হয়েছেন পবিপ্রবির ডিভিএম ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী ডা. শারমিন সুলতানা রয়েল। একই সেশনের পবিপ্রবির কৃষি অনুষদের তারানা শারমিন বায়োকেমিস্ট্রি বিভাগে এবং এনিম্যাল হাজবেন্ড্রীর  ২০১৪-১৫ সেশনের সন্জিতা পাল এনিমেল সায়েন্স বিভাগের প্রভাষক পদে নিযুক্ত হয়েছেন। 

এছাড়া ডিভিএম ২০১৫-১৬ সেশনের  ডা. আবুল কালাম আজাদ হকৃবির এনাটমি এন্ড হিস্টোলজি বিভাগে প্রভাষক পদে নিযুক্ত হয়েছেন এবং মো. মামুনুর রশীদ এগ্রিকালচারাল ক্যামিস্ট্রি বিভাগে প্রভাষক পদে নিযুক্ত হয়েছেন। 

এ বিষয়ে অনুভূতি প্রকাশ করে সন্জিতা পাল বলেন, ‘অনুভূতি আসলে এটা ভালো লাগার মুহূর্ত আমার জন্য। কারণ, আমি অনেক কষ্ট করে এ পর্যন্ত এসেছি এবং সৃষ্টিকর্তা আমার প্রতি সহায় ছিল বলেই হয়ত আমি এখানে আসতে পেরেছি।’

নিয়োগের বিষয়ে ডা. শারমিন সুলতানা রয়েল বলেন, ‘সৃষ্টিকর্তার কাছে অশেষ শুকরিয়া আমি শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছি। কিছুদিন আগে আমার সিজার হয়েছে। সিজারের সেলাই নিয়েই জয়েনিং ও দৌড়াদৌড়ি করতে হয়েছে। শিক্ষক হওয়ার স্বপ্নকে পূরণ করতে অনেক কষ্ট করেছি।’

উল্লেখ্য, গত বছরের ৩০ ডিসেম্বর হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টারের স্বাক্ষরিত বিভিন্ন অনুষদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং এই বিজ্ঞপ্তি অনুযায়ী পবিপ্রবির পাঁচ শিক্ষার্থী নিয়োগ পান। 

এছাড়া এর আগেও পবিপ্রবির শিক্ষার্থীরা প্রভাষক পদে নিয়োগ পেয়েছিলেন এই বিশ্ববিদ্যালয়ে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি