ঢাকা, শনিবার   ১৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

২৮ এপ্রিল খুলছে স্কুল-কলেজ, শনিবারও চলবে শ্রেণী কার্যক্রম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১১, ২৫ এপ্রিল ২০২৪

Ekushey Television Ltd.

তাপপ্রবাহ চললেও আর ছুটি না বাড়িয়ে ২৮ এপ্রিল থেকেই স্কুল-কলেজ খোলার প্রস্তুতি নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। ক্ষতি পোষাতে ৪ মে থেকে শনিবারও শ্রেণী কর্যক্রম রাখার পরিকল্পনা মন্ত্রণালয়ের। তবে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অ্যাসেম্বলিসহ শিক্ষার্থীদের শ্রেণী কক্ষের বাইরের সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। 

ভয়াবহ দাবদাহে পুড়ছে দেশ।  দেশের বিভিন্ন স্থানে পারদ উঠছে ৪২ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। প্রচণ্ড গরমে গেল এক সপ্তাহ বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। তাপপ্রবাহ কমার কোনো লক্ষণ এখনও নেই।

নতুন করে আরও এক দফা হিট অ্যালার্ট জারির মধ্যেই শিক্ষা মন্ত্রণালয় জানালো ২৮ এপ্রিল রোববার থেকে খুলছে স্কুল কলেজ। 

শিক্ষা মন্ত্রণালয়ের ব্যখ্যা- দেশের সব স্থানে তাপমাত্রা সমান নয়। তাই গেল এক সপ্তাহে শিক্ষার্থীদের ক্ষতি পোষাতে ৪ মে থেকে শনিবারও শ্রেণী কার্যক্রম চালাতে চায় মন্ত্রণালয়।

তবে অ্যাসেম্বেলিসহ শ্রেণীকক্ষের বাইরে শিক্ষার্থীদের কোনো কার্যক্রম না রাখার নির্দেশনাও দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

ঈদুল ফিতর ও নববর্ষের দীর্ঘ ছুটি শেষে ২১ এপ্রিল শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা ছিল। তবে তাপপ্রবাহের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান এক সপ্তাহের জন্য ছুটি দেওয়া হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি