স্বাধীন ফিলিস্তিনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সমাবেশ-পদযাত্রা
প্রকাশিত : ১৭:০৯, ৬ মে ২০২৪ | আপডেট: ১৮:০৫, ৬ মে ২০২৪
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে সারাদেশে পদযাত্রা ও সমাবেশ করছে বাংলাদেশ ছাত্রলীগ। সংগঠনটির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিন থেকে পদযাত্রা শুরু হয়ে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবীর শয়ন ও সাধারণ সম্পাদক তানভির হাসান সৈকত, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি রাজিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক সজল কুণ্ডু, মহানগর উত্তরের সভাপতি রিয়াজ মাহমুদ, সাধারণ সম্পাদক সাগর আহমেদসহ কেন্দ্রীয় ছাত্রলীগের নেতাকর্মী এবং বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাও সেখানে উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা ফিলিস্তিনের ওপর ইসরায়েলি হামলা বন্ধের পাশাপাশি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান।
একই সময়ে দেশের সব ইউনিটে এই কর্মসূচি পালন করছে ছাত্রলীগ।
কেআই//
আরও পড়ুন