ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

বেরোবিতে ১ জুলাই থেকে নতুন সময়সূচিতে ক্লাস-পরীক্ষা

বেরোবি প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৫৫, ২৯ জুন ২০২৪

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আগামী ১ জুলাই থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন সময়সূচি অনুযায়ী অফিস ও ক্লাস-পরীক্ষা চলবে। 

নতুন এই সময়সূচি অনুযায়ী রোববার হতে বৃহস্পতিবার পর্যন্ত নিয়মিত সকাল ৯টা হতে ৫টা পর্যন্ত অফিস ও ক্লাস-পরীক্ষা তথা একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চলবে। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। 

জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

৪৭তম (বিশেষ) একাডেমিক কাউন্সিলের সুপারিশক্রমে আজ শনিবার (৩০ জুন ২০২৪) অনুষ্ঠিত ১০৫তম সিন্ডিকেট সভায় নতুন সময়সূচির বিষয়টি অনুমোদন দেওয়া হয়। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদের সভাপতিত্বে সভায় সিন্ডিকেটের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি