ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

কোটা সংস্কারের দাবিতে রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ

হাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১২, ৭ জুলাই ২০২৪

সরকারি চাকরিতে কোটা বাতিলসহ ৪ দফা দাবিতে বেলা ১১টা থেকে প্রায় দেড় ঘন্টা রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শিক্ষার্থীরা। এতে  ব্যাপক যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। 

রোববার (৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে জড় হতে থাকে শিক্ষার্থীরা। অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। 

মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা কোটা পুনর্বহালের বিপক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। 

আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী সুজন রানা বলেন, বিডি ব্লকেড কর্মসূচির আওতায় আমরা হাবিপ্রবি শিক্ষার্থীরা আজ ক্যাম্পাসের সামনের মহাসড়ক অবরোধ করি। বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত আমাদের কর্মসূচি পালিত হয়। আমরা আহবান জানাচ্ছি সাধারণ শিক্ষার্থীদের যাতে বিশ্ববিদ্যালয়ের সকল হল থেকে শিক্ষার্থীরা আমাদের প্রোগ্রামে আগামী দিন থেকে যুক্ত হন।

পরবর্তী কর্মসূচি বিষয়ে জানতে চাইলে সুজন বলেন, আমাদের পরবর্তী কর্মসূচি পরে জানিয়ে দেওয়া হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি