ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হাবিপ্রবিতে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ

হাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৪৭, ১২ আগস্ট ২০২৪ | আপডেট: ০৯:৪৯, ১২ আগস্ট ২০২৪

Ekushey Television Ltd.

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য সকল ধরনের দলীয় রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। 

সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ১১ আগস্ট (রোববার) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়। 

ছাত্র-শিক্ষকের রাজনীতি বন্ধের এই অফিস আদেশে আনন্দের বন্যা বয়ে গেছে শিক্ষার্থীদের মাঝে। ক্যাম্পাসে আর কোনো লেজুড়বৃত্তিক দলীয় রাজনীতি চান না শিক্ষার্থীরা। বরং দলীয় রাজনীতির বিপরীতে গণতন্ত্র চর্চা ও ক্যাম্পাসের প্রয়োজনে কাজ করার জন্য দ্রুততম সময়ে ছাত্র সংসদের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। 

শিক্ষার্থীরা বলেন, দেশে রাজনৈতিকভাবে অর্থনৈতিক ও অনৈতিক সুবিধা দেয়া বন্ধ করে দিলে সুবিধাবাদীরা নিজ থেকেই হারিয়ে যাবে রাজনীতির মাঠ থেকে। তবে, রাজনৈতিক ও অনৈতিক সুবিধা আগের মতোই জারি থাকলে ফ্যাসিস্টরা বারবার ফিরে আসবে অন্য কোনো মোড়কে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি