ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

বিমানবন্দরে টাকা চুরি, ইউজিসি কর্মকর্তা বরখাস্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৪, ৬ জুলাই ২০১৭ | আপডেট: ১৭:১৪, ৬ জুলাই ২০১৭

ছবি : প্রতীকি

ছবি : প্রতীকি


ঢাকার শাহজালার (রহ.)  বিমানবন্দরের ডিউটি ফ্রি শপ থেকে টাকা চুরির অভিযোগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নানের সভাপতিত্বে বুধবার এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত হয়। বরখাস্ত হওয়া এম এ ওয়ারেছ ইউজিসির সহকারী সচিব (প্রটোকল ও লিয়াজোঁ)।

তুরস্কের কাউন্সিল অব হায়ার এডুকেশনের প্রেসিডেন্ট অধ্যাপক এম এ ইয়েকতা সারাচের নেতৃত্বে বাংলাদেশে আসা একটি প্রতিনিধি দলকে বিদায় জানাতে মঙ্গলবার মধ্যরাতে শাহজালাল  বিমানবন্দরের যান ওয়ারেছ।

অতিথিদের বিদায় দিয়ে ফেরার সময় একটি ডিউটি ফ্রি শপ থেকে টাকা চুরির অভিযোগে তিনি আর্মড পুলিশ ব্যাটালিয়নের হাতে আটক হন।

ওয়ারেছ প্রথমে টাকা চুরির বিষয়টি অস্বীকার করলেও পুলিশ তাকে চ্যালঞ্জ করে। এক পর্যায়ে সিসি ক্যামেরা দেখিয়ে তার পকেট তল্লাশি করে টাকা উদ্ধার করা হয়।

ওই ঘটনায় কমিশনের ভাবমূর্তি ‘মারাত্মকভাবে ক্ষুন্ন’ হয়েছে উল্লেখ করে ইউজিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চুরির ঘটনা তদন্ত করতে কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ ইউসুফ আলী মোল্লাকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি কমিটি করা হয়েছে।কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে আগামী দশ কর্মদিবসের মধ্যে।

//এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি