ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিজে হার্টগ’র প্রতিকৃতি স্থাপন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১০, ২৩ জুলাই ২০১৭

ঢাকা বিশ্ববিদ্যালয় স্যার পিজে হার্টগ ইন্টারন্যাশনাল হলে পিজে হার্টগের প্রতিকৃতি স্থাপন করা হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিকৃতি’র উদ্বোধন করেন।

উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, এই বিশ্ববিদ্যালয়ে স্যার পিজে হার্টগের তাৎপর্যপূর্ণ অবদান ছিল। তিনি বিশ্ববিদ্যালয়ে অল্প সময় ছিলেন, কিন্তু তার অবদান ছিল অনেক বেশি। আমাদের অবশ্যই তার অবদান স্মরণ করা উচিত।

এর আগে হলের সভাকক্ষে স্যার পিজে হার্টগের অবদান ও জীবনী নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক লুৎফুর রহমান এবং হলের আবাসিক শিক্ষক-শিক্ষার্থীরা। প্রতিকৃতিটির শিল্পী ভাস্কর অধ্যাপক আব্দুল আজিজ।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি