ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

চট্টগ্রাম সমিতির শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা ৩০ জুলাই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৫, ২৩ জুলাই ২০১৭ | আপডেট: ১৮:৩৪, ২৬ জুলাই ২০১৭

আগামী ৩০ জুলাই, রোববার, বিকেল ৪ টায় রাজধানীর তোপখানা রোডস্থ  চট্টগ্রাম ভবনে চট্টগ্রাম সমিতির উদ্যোগে `শিক্ষা বৃত্তি ও সংবর্ধনা` অনুষ্ঠিত হবে।

ইতোমধ্যে, চট্টগ্রাম সমিতি শিক্ষা বৃত্তিপ্রাপ্তদের নাম ঘোষণা করেছেন। একই সাথে সমিতির আজীবন সদস্যদের সন্তানদের ২০১৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও চেক হস্তান্তর করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন - গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভুমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। সভাপতিত্ব করবেন চট্টগ্রাম সমিতি` ঢাকার সভাপতি মো. আব্দুল করিম।

এই উপলক্ষে, সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সংবর্ধিত ছাত্র-ছাত্রী,অভিভাবক ও সমিতির সকল আজীবন সদস্যদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

কেআই/ডব্লিউএন


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি