ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

দেশ সেরা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৬, ৫ আগস্ট ২০১৭ | আপডেট: ১৫:৪৮, ৮ আগস্ট ২০১৭

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে র‌্যাংকিংয়ে র্শীষ অবস্থানে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ শীর্ষ ৯ বিশ্ববিদ্যালয়কে ছাড়িয়ে এ কৃতিত্ব অর্জন করেছে ময়মনসিংহে অবস্থিত এই প্রতিষ্ঠানটি।

তবে আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে এ বিশ্ববিদ্যালয়ের অবস্থান দুই হাজার ৬১তম। বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ই র‌্যাংকিংয়ের দুই হাজারের ভিতরে নেই।

সম্প্রতি স্পেনের রাজধানী মাদ্রিদ ভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ওয়েবওমেট্রিক্স–এর এক গবেষণায় এ তথ্য ওঠে আসে। গবেষণা খাতে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অবদান ও অবস্থানের ভিত্তিতে এ র‌্যাংকিং করা হয়।

দেশের দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (২১৩৪), তৃতীয় অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয় (২২৭৫), চতুর্থ অবস্থানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (২৭৫৭), পঞ্চম অবস্থানে রাজশাহী বিশ্ববিদ্যালয় (২৮৭০), ষষ্ঠ অবস্থানে রয়েছে বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয় (৩০১০), সপ্তম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (৩০৫৪), অষ্টম বেসরকারি ইন্ডিপেনডেন্ট ইউনির্ভাটি অব বাংলাদেশ (৩৩৪৩), নবম নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় (৩৪৯৯) এবং দশম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (৩৫২৮)।

আন্তর্জাতিক র‌্যাংকিংয়ের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রের হার্ভাড বিশ্ববিদ্যালয়। বিশ্বের সেরা পাঁচটি বিশ্ববিদ্যালয়ই মার্কিন যুক্তরাষ্ট্রের। আন্তর্জাতিক র‌্যাংকিংয়ের দ্বিতীয় অবস্থানে রয়েছে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়, তৃতীয় ম্যাচাচুচেস্ট ইনস্টিটিউট অব টেকনোলজি, চতুর্থ ও পঞ্চম অবস্থানে যথাক্রমে ইউনির্ভাসিটি অব ক্যালিফোর্নিয়া বার্কলে, ইউনিভার্সিটি অব মিশিগান।

এশিয়ার মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়। বিশ্ব র‌্যাংকিংয়ে এই বিশ্ববিদ্যালয়টির অবস্থান ৪৩তম। আর ভারতের মধ্যে শীর্ষে থাকা ইন্ডিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজি বোম্বের বিশ্ব র‌্যাংকিং ৫৬১ তম।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি