ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৯, ৯ অক্টোবর ২০১৭ | আপডেট: ১৮:৩৭, ১০ অক্টোবর ২০১৭

এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে আজ সোমবার, (৯ অক্টোবর)। খবরটি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।

তিনি গণমাধ্যমকে জানান, এরইমধ্যে ফল প্রকাশের কাজ প্রায় সম্পন্ন হয়েছে। তবে সামগ্রিক প্রস্তুতি নিয়েই ফল প্রকাশ করা হচ্ছে।

জানা গেছে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবালের নেতৃত্বে একদল তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞের তত্ত্বাবধানে পরীক্ষা খাতা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হয়েছে।

অধিদফতরের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, ভর্তি পরীক্ষার সব উত্তরপত্র উন্নত প্রযুক্তির আইসিআর (ইন্টিলিজেন্ট ক্যারেক্টার রিকগনিশন) মেশিনের সাহায্যে দুইবার করে পরীক্ষা-পুনঃপরীক্ষার কাজ সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, ৬ অক্টোবর রাজধানীসহ দেশের ২০টি সরকারি মেডিকেল কলেজের ৩৪টি কেন্দ্রে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ৮২ হাজার ৭৮৮ জন শিক্ষার্থী আবেদন করেন।

 

এসএ/এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি