ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

এমবিবিএস কোর্স বিএসএমএমইউ’র অধীনে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৬, ২২ অক্টোবর ২০১৭ | আপডেট: ১৯:১৭, ২২ অক্টোবর ২০১৭

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধীনে এসেছে এমবিবিএস, বিডিএস, বিএসসি নার্সিং ও বিএসসি মেডিকেল টেকনোলজিসহ সব কোর্স রোববার বিএসএমএমই ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ অনুমোদন দেয়া হয়।

সভায় বলা হয়, নবপ্রতিষ্ঠিত চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং প্রস্তাবিত সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি/বেসরকারি মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজসমূহ বিএসএমএমই’র বাইরে থাকবে।

এগুলো ছাড়া অন্যান্য সব মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজসমূহে বিদ্যমান এমবিবিএস, বিডিএস, বিএসসি নার্সিং, বিএসসি মেডিকেল টেকনোলজি কোর্সসমূহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আওতায় অধিভুক্ত করা হবে।

সভায় উপস্থিত ছিলেন, ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান, সংসদ সদস্য ডা. মো. রুস্তম আলী ফরাজী, অতিরিক্ত সচিব সরদার আবুল কালাম, অধ্যাপক মো. নজরুল ইসলাম, বিএসএমএমইউ প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ডা. এ এস এম জাকারিয়া স্বপন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, বিএমডিসি’র সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা, অধ্যাপক ডা. কাজী শহীদুল আলম, বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্ট-এর সভাপতি মনজুরুল আহসান বুলবুল, বিএসএমএমইউ মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. গাজী শামীম হাসান, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক অসীম রঞ্জন বড়ুয়া, কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জি, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খান আবুল কালাম আজাদ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. বিল্লাল আলম, বিএসএমএমইউ’র অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমেদ, সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, সহকারী অধ্যাপক ডা. সাদিয়া শারমিন প্রমুখ।

 

আর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি