ঢাকা, শনিবার   ১৮ জানুয়ারি ২০২৫

‘হল্ট প্রাইজ’ এর আঞ্চলিক প্রতিযোগিতায় ড্যাফোডিলের ‘প্যারামিটার’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩৯, ১০ ডিসেম্বর ২০১৭

বিশ্বখ্যাত হল্ট প্রাইজ-২০১৮ এর আঞ্চলিক পর্বের চূড়ান্ত প্রতিযোগিতায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ‘প্যারামিটার’ দল নির্বাচিত হয়েছে।

 

ব্যবসায়িক ধারণা ও বাস্তবতার আলোকে অংশগ্রহণকারী ৭টি প্রকল্পের মধ্যে ‘প্যারামিটার’ সেরা প্রকল্প হিসেবে বিবেচিত হয়ে পরবর্তী রাউন্ডে প্রতিযোগীতার জন্য মনোনীত হয়। এ দল ২০১৮ সালের মার্চে অনুষ্ঠিত রিজিওনাল ফাইনাল পর্বে অংশগ্রহণের সুযোগ পাবে। 

 

রোববার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মিলনায়তনে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের এন্ট্রাপ্রেনিউরশীপ ডিপার্টমেন্টের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান।  

 

ড. মো. সবুর খান বলেন, ‘হল্ট প্রাইজ প্রতিযোগিতা সারা বিশ্বের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ স্টার্ট আপ প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা সমসাময়িক সামাজিক ইস্যু নিয়ে উদ্ভাবনী আইডিয়া প্রদান করে থাকেন।

 

হল্ট প্রাইজ এ বিজয়ী দলের সদস্যরা হলেন, শামসুন নাহার, নাদিম মাহামুদ, অমিত সাহা ও দেবাঞ্জনা সাহা। এরা সবাই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।

 

হল্ট প্রাইজের প্রধান উদ্দেশ্য হচ্ছে, জাতিসংঘের সহযোগিতায় বিশ্বের পরবর্তী পরিবর্তনকারী স্টার্ট আপ খুঁজে বের করা। হল্ট প্রাইজের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে ২০১৮ সালের সেপ্টেম্বরে যেখানে বিজয়ী দল পাবে ১ মিলিয়ন ডলার পুরস্কার।

 

এসি/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি