ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

প্রাথমিক শিক্ষা সমাপনীর ফল ৩০ ডিসেম্বর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৪, ২১ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ২০:২০, ২১ ডিসেম্বর ২০১৭

প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল আগামী ৩০ ডিসেম্বর প্রকাশিত হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা আজ বৃহস্পতিবার গণমাধ্যমকে এই তথ্য জানান।

ওই দিন বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি তুলে দেওয়া হবে। এরপর সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলের বিস্তারিত জানানো হবে।

এর আগে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল ৩০ ডিসেম্বর ঘোষণা করার কথা জানান। ফলে দুটো পরীক্ষার ফলাফলই এবার হবে একই দিনে হবে।

প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা ১৯ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত  অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৩১ লাখ পরীক্ষার্থী অংশ নেয়।

/ এম / এআর

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি