ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রযুক্তি বন্ধ করে দেওয়া কোনো সমাধান না: তথ্যপ্রযুক্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৭, ২৩ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

ডাক, টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, “প্রযুক্তি বন্ধ করে দেওয়া কোন সমাধান না। প্রযুক্তি চালু রেখেই এর অপব্যবহার রোধ করতে হবে”।

আজ মঙ্গবলবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী জানান যে, আগামী মাসে মাধ্যমিক ও সমমানের পরীক্ষা চলার সময়ে ফেসবুক, টুইটারের মত সামাজিক মাধ্যমগুলো বন্ধ রাখার প্রস্তাব করেছে শিক্ষা মন্ত্রণালয়। এর জন্য ডাক, টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।

এ বিষয়ে সংশ্লিষ্ট বিষয়ের মন্ত্রী মোস্তাফা জব্বারের প্রতিক্রিয়া জানতে হওয়া হলে এমন মন্তব্য করেন তিনি।

মুঠোফোনে ইটিভি অনলাইনকে বলেন, “ এ বিষয়ে আমি এখনও কোনো চিঠি পায়নি। চিঠি পেলে প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সাথে আলোচনা করবো। তারা যেভাবে বলবেন সেভাবেই হবে”।

তবে এ বিষয়ে নিজের ব্যক্তিগত অবস্থানের কথাও জানান মোস্তাফা জব্বার। তিনি বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুক বন্ধের পক্ষে আমি নই। এর আগেও ফেসবুক বন্ধ করা হয়েছিল। তখন তথ্যপ্রযুক্তি উপদেষ্টা তা চালুর উদ্যোগ নেন”।

//এস এইচ এস//টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি