ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়নি: শিক্ষা প্রতিমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৯, ৯ ফেব্রুয়ারি ২০১৮

শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী বলেছেন, ‘এবারের এসএসসি পরীক্ষায় কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি। সরকারকে বিব্রত করতে পরীক্ষা শুরুর কিছুক্ষণ আগে কেউ কেউ প্রশ্নের ছবি তুলে ফেসবুকে দিচ্ছে। আমরা মিলিয়ে দেখেছি প্রকৃত প্রশ্নের সঙ্গে এসবের কোনো মিল নেই।

শুক্রবার দুপুরে ষষ্ঠ আরডিএ জাতীয় বিতর্ক উৎসবের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজবাড়ী ডিবেট অ্যাসোসিয়েশন দুই দিনব্যাপী এই উৎসবের আয়োজন করে।

প্রতিমন্ত্রী বলেন, কোচিং-বাণিজ্য আমাদের ক্ষতি করছে। এসব বন্ধ করে দেওয়া হবে। কোচিং-বাণিজ্যের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। এ বিষয়ে শিক্ষক-সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হবে। প্রতিটি স্কুল ও মাদ্রাসায় কারিগরি শিক্ষা চালু করা হবে। কারণ কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মেজবাহ উল করিম। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন শিক্ষাবিদ অধ্যাপক শংকর চন্দ্র সিনহা, সহকারী কমিশনার ক্বাফী বিন কবির, নারীনেত্রী দেবাহুতি চক্রবর্তী, জেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ সিদ্দিকুর রহমান।


এসি/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি