এবার বাংলাদেশ ও বিশ্বপরিচয় প্রশ্ন ফাঁস
প্রকাশিত : ১৫:১৪, ১৭ ফেব্রুয়ারি ২০১৮
এবার ফাঁস হয়েছে এসএসসি’র বালাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষার বহুনির্বচনী প্রশ্নপত্রও। আজ শনিবার সকাল ১০টায় অনুষ্ঠিত এ পরীক্ষার প্রশ্নের সঙ্গে ফাঁস হওয়া প্রশ্নপত্র হুবহু মিল পাওয়া গেছে।
প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা সত্ত্বেও এবারের এসএসসি ও সমমান পরীক্ষার আগের ১০টি বিষয়ের বহুনির্বচনি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। আজ আবারও একই চিত্র দেখা গেছে বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়টির ক্ষেত্রেও। প্রশ্নফাঁসকারী চক্র বহুনির্বচনি প্রশ্নপত্রটি পরীক্ষার শুরুর এক ঘণ্টা আগে ছেড়ে দিয়েছে ইন্টারনেটে।
নানা রকম ব্যবস্থা নেওয়ার পরও প্রশ্নফাঁস ঠেকাতে পারছে না শিক্ষা মন্ত্রণালয়। এ ব্যর্থতার কথা স্বীকার করে গত বৃহস্পতিবার শিক্ষা সচিব সোহরাব হোসাইন বলেন, ‘বিদ্যমান পদ্ধতিতে প্রশ্নপত্র ফাঁস ঠেকানো সম্ভব নয়। তাই পরীক্ষা পদ্ধতির পরিবর্তন নিয়ে ভাবছে সরকার।’
উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি শুরু হওয়া এবারের এসএসসি ও সমমানের সবকটি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়। এসব ফাঁস হওয়া প্রশ্নের সঙ্গে পরীক্ষা শেষে হাতে পাওয়া প্রশ্নের হুবহু মিল পাওয়া গেছে।
একে// এআর
আরও পড়ুন