ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

হাসান আজিজুল হকসহ রাবির ১২ শিক্ষকের বাড়তি নিরাপত্তা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৯, ২৩ মার্চ ২০১৮

প্রখ্যাত লেখক অধ্যাপক জাফর ইকবালের ওপর সন্ত্রাসী হামলার পর আবারও সামনে এসেছে প্রগতিশীল, মুক্তমনা সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষকদের নিরাপত্তার বিষয়টি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক কথাসাহিত্যিক হাসান আজিজুল হকসহ বিশ্ববিদ্যালয়ের বর্তমান এবং সাবেক ১২ শিক্ষককে বিশেষ নিরাপত্তার আওতায় এনেছে রাজশাহী মহানগর পুলিশ।

রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মাহাবুবুর রহমান বলছেন, `নিরাপত্তা পাওয়া শিক্ষকরা ইতিমধ্যে বেশকিছু ব্যক্তি, জঙ্গিগোষ্ঠীর কাছ থেকে নানা ধরণের হুমকির সম্মুখীন হয়েছেন। এসব তথ্য আমাদের কাছে রয়েছে। তারা যাতে কোনো প্রকার হামলার শিকার না হন, সেজন্য তাদের বিশেষ নিরাপত্তার আওতায় আনা হয়েছে।`

বিশেষ নিরাপত্তা পাওয়া শিক্ষকদের মধ্যে আরও আছেন- সাবেক উপাচার্য সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মুহম্মদ মিজান উদ্দিন, ইতিহাস বিভাগের অধ্যাপক আবুল কাশেম, সহকারী অধ্যাপক গোলাম সারওয়ার, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মুহাম্মদ হাসান ইমাম, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত নাট্যকার ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মলয় কুমার ভৌমিক, দর্শন বিভাগের অধ্যাপক এসএম আবু বকর, বাংলা বিভাগের অধ্যাপক সরকার সুজিত কুমার, সমাজকর্ম বিভাগের অধ্যাপক সাদেকুল আরেফিন মাতিন, আইন বিভাগের অধ্যাপক হাসিবুল আলম প্রধান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সেলিম রেজা নিউটন এবং ফোকলোর বিভাগের সহকারি অধ্যাপক আমিরুল ইসলাম কনক।

 

 

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি