ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

এসএসসিতে জিপিএ-৫ পাওয়া সায়নীর শখ আঁকাআঁকি  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১২, ৮ মে ২০১৮ | আপডেট: ২৩:২৪, ৮ মে ২০১৮

চলতি বছরে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে বরিশাল সদর গার্লস স্কুলের শিক্ষার্থী সায়নী দাস রাকা। বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দেওয়া রাকা চতুর্থ বিষয়সহ সবগুলো বিষয়েই এ-প্লাস বা জিপিএ-৫ পেয়েছে। 

সায়নীর বাবা বরিশাল আদালতের আইনজীবী অ্যাডভোকেট ফনি ভূষন দাস এবং মা বরিশাল বেতারের একজন নিয়মিত সংগীত শিল্পী সোমা দাস। 

একাডেমিক পড়াশুনার পাশাপাশি নিয়মিত ছবি আঁকে সায়নী। ইতোমধ্যে স্থানীয় বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে ক্ষুদে আঁকিয়ে হিসেবে সুনাম কুড়িয়েছে সে।  

ভবিষ্যতে একজন চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখে সায়নী দাস। মানুষের সেবা করা যায় এমন কিছুতে নিজেকে নিয়োজিত করতে চায় সে। বাবার কর্মসূত্রে বরিশালে থাকা হলেও সায়নীদের আদিনিবাস ঝালকাঠির নলছিটিতে। 

//এস এইচ এস//এসি   

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি