ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

কোটা সংস্কার

প্রধানমন্ত্রীর কথায় নড়চড় হয় না, আস্থা রাখা উচিৎ : কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৪, ১৩ মে ২০১৮ | আপডেট: ১৪:১৭, ১৩ মে ২০১৮

সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কার দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোটা বাতিলের ঘোষণা প্রধানমন্ত্রী সংসদে দিয়েছেন। কোটা থাকবে না এটা তিনি বলে দিয়েছেন। প্রধানমন্ত্রীর কথার ওপরে শিক্ষার্থীদের আস্থা রাখা উচিৎ।
আজ রোববার সচিবালয়ে সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটা বলেন সেটা তিনি করেন। তার কথার নড়চড় হয় না। এখানে অনেকগুলো কোটা আছে। এগুলো সমন্বয় করার চেষ্টা করা হচ্ছে। কাজ থেমে নেই।’
ফেনীর যানজটে জনভোগান্তিতে দুঃখ প্রকাশ করে এসময় সেতুমন্ত্রী বলেন, ফেনী শহরের ফতেহপুরে রেলওয়ের ওভারপাসের নির্মাণকাজ শেষের দিকে। আগামী ১৫ মে ওভারপাসের একাংশ খুলে দেওয়া হবে। আগামী ২০-২৫ দিন পর পুরো কাজ শেষ হবে। ঈদের সময় মানুষ আর ভোগান্তিতে পড়বে না। এখন মানুষের একটু কষ্ট হচ্ছে। এজন্য আমি দুঃখ প্রকাশ করছি।
/ এআর /


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি