ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

চবির শাটল ট্রেন অবরুদ্ধ

প্রজ্ঞাপনের দাবিতে ফের আন্দোলনে চট্টগ্রামের শিক্ষার্থীরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৭, ১৪ মে ২০১৮ | আপডেট: ১৩:২২, ১৪ মে ২০১৮

আলটিমেটামের নির্দিষ্ট সময়ের মধ্যে কোটা বাতিলের প্রজ্ঞাপন জারি না হওয়ায় ফের আন্দোলনে নেমেছে চট্টগ্রামের শিক্ষার্থীরা। দ্রুত প্রজ্ঞাপনের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করছে তারা। সোমবার নগরীর ষোলশহর স্টেশনে সকাল সাড়ে ৭টার দিকে শাটল ট্রেন আটকে দেয় আন্দোলনকারীরা।

শাটল ট্রেন অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন কোটা আন্দোলনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আনোয়ার হোসেন। তিনি বলেন, ‘আজ সকালে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন অবরোধ করা হয়। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বর্জন করা হবে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা এই কর্মসূচি পালন করছি। কোটার প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে।’

ষোলশহর স্টেশন মাস্টার শাহাবউদ্দিন বলেন, ‘সকাল সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে ছেড়ে যাওয়া শাটল ট্রেন ষোলশহর স্টেশনে পৌঁছালে আন্দালনকারীরা ট্রেনটিকে আটকে দেয়। এতে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।’

এদিকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি কম লক্ষ্য করা গেছে। এখন পর্যন্ত কোনো ক্লাস অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে বিশ্ববিদ্যালয় সূত্র বলছে, পরীক্ষা যথারীতি সময়ে-ই অনুষ্ঠিত হবে।

এমজে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি