ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

সিকৃবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫৫, ৩১ মে ২০১৮

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিকেলে জরুরি এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় শিক্ষার্থীদের হল ত্যাগেরও নির্দেশ দেওয়া হয়েছে।

সিকৃবি রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব জানান, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে কর্তৃপক্ষ সভার মাধ্যমে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে।  

সভার সিদ্ধান্ত মোতাবেক বিকেল সাড়ে ৫টার মধ্যে ছাত্রদের এবং আগামীকাল শুক্রবার সকাল ৯টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগ করতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে স্থগিত করা হয়েছে পূর্বনির্ধারিত বিভিন্ন ক্লাস ও পরীক্ষা।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, সিকৃবিতে ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দল চলছে। এ কোন্দলকে কেন্দ্র করে ক্যাম্পাসে তুমুল উত্তেজনা বিরাজ করছে। তাই যেকোনো ধরেনের খারাপ পরিস্থিতি এড়ানোর জন্য  এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এমএইচ/এসি 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি