ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

কাল থেকে শুরু হচ্ছে ভারতীয় শিক্ষা মেলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৫, ৫ জুলাই ২০১৮ | আপডেট: ০৯:৪০, ৫ জুলাই ২০১৮

বাংলাদেশের শিক্ষার্থীদের ভারতের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে ধারণা দিতে আগামীকাল শুক্রবার ঢাকায় শুরু হতে যাচ্ছে দু’দিনব্যাপী ‘ভারতীয় শিক্ষা মেলা’। ভারতীয় দূতাবাসের সহযোগিতায় ভারতের ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম এস এস এক্সিবিশন এ্যান্ড মিডিয়া প্রাইভেট এ মেলা আয়োজন করেছে।

বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত তুলে ধরেন আয়োজকরা। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এস এস এক্সিবিশন এ্যান্ড মিডিয়া প্রাইভেটের পরিচালক মানিশ ধান্ডা, সিইও বিপ্লব চক্রবর্তী, সমন্বয় বাংলাদেশের রিয়াদ রহমান প্রমুখ।

এ সময় এস এস এক্সিবিশন এ্যান্ড মিডিয়া প্রাইভেটের পরিচালক মানিশ ধান্ডা জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হবে শিক্ষা মেলা। মেলায় ৩০টির বেশি শীর্ষস্থানীয় ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেবে। মেলায় আগত শিক্ষার্থী এবং অভিভাবকরা ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলে ভর্তি এবং বৃত্তি সুবিধা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের বৃত্তিও দেবে। মেলায় সহযোগী হিসেবে রয়েছে জিইই বাংলাদেশ ও সমন্বয় বাংলাদেশ। শিক্ষা মেলা দর্শকদের জন্য সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে।

মেলায় প্রবেশের জন্য কোন প্রকার টিকিট লাগবে না।
এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি