ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

কোটা আন্দোলনে হামলা: ঢাবির রোকেয়া হলের সামনে ছাত্রীদের অবস্থান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৩, ৫ জুলাই ২০১৮

কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা আন্দোলনের নেতাদের ওপর হামলার প্রতিবাদে এবং নিরাপদ ক্যাম্পাস দাবিতে আন্দোলনকারী ছাত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সামনে অবস্থান নিয়েছেন।

আজ বৃহস্পতিবার বিভিন্ন দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে তাদের অবস্থান নেওয়ার কথা থাকলেও আগে থেকেই বহিরাগতরা সেখানে অবস্থান নেয়।

রোকেয়া হলের সামনে অবস্থান নেওয়া উইমেন অ্যান্ড জেন্ডার বিভাগের মাস্টার্সের ছাত্রী মৌসুমী গণমাধ্যমকে বলেন, মিছিল নিয়ে বের হওয়ার সময় লাইব্রেরির সামনে আমাদের হয়রানি করা হয়। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে এ ধরনের হয়রানি সত্যিই আশ্চর্যজনক।

এর আগে বুধবার রাতে রোকেয়া হল, শামসুন্নাহার হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে বিক্ষোভ মিছিল করেন সাধারণ ছাত্রীরা।

ওই সময় ছাত্রীরা বৃহস্পতিবার সকাল ১০টায় টিএসসিতে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন।

আন্দোলনকারী ছাত্রীদের অভিযোগ, আজ সকালে রোকেয়া হলের কিছু ছাত্রী এ কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ পেলেও ছাত্রলীগের বাধার মুখে পড়েন অন্য হলের ছাত্রীরা। শামসুন্নাহার হলের ছাত্রীরা অভিযোগ করেন, ছাত্রলীগ তাদের কাউকেই বের হতে দেয়নি।

 

তবে পরবর্তী সময় বিভিন্ন হলের ছাত্রীরা বিচ্ছিন্নভাবে রোকেয়া হলের ছাত্রীদের সঙ্গে যোগ দেন।

এদিকে সকাল সাড়ে ৯টা থেকে রাজু ভাস্কর্যে অবস্থান নেয় ছাত্রলীগ নেতাকর্মীরা। পরে বেলা ১১টার দিকে সেখানে সাধারণ শিক্ষার্থীবৃন্দ ব্যানারে তারা মানববন্ধন করে। এতে আন্দোলনের নামে ক্যাম্পাসে অস্থিতিশীলতার প্রতিবাদ জানানো হয়।

এ ছাড়া কোটা আন্দোলনের নেতা মসিউর রহমানের নিঃশর্ত মুক্তির দাবিতে সামাজিক বিজ্ঞান অনুষদের সামনে মানববন্ধন করেছেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। মসিউর এ বিভাগেরই ছাত্র।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর ঘোষণার আড়াই মাস পরও কোটার প্রজ্ঞাপন জারি না হওয়ায় গত শনিবার নতুন কর্মসূচি ঘোষণার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলনের ডাক দেয় কোটা আন্দোলনকারীদের প্লাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। শিক্ষার্থী ও চাকরি প্রার্থীরা জড়ো হলে তাদের ওপর নৃশংস হামলা চালানো হয়। পরিষদের যুগ্ম আহবায়ক নুরুল হক নূরসহ বেশ কয়েকজনকে বেধরক মারধর করা হয়। এর প্রতিবাদের গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে শিক্ষাবিদদের লাঞ্চিত করে আইনশৃংখলা বাহিনী।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি