ঢাকা, মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫

কোটা সংস্কার

হামলার প্রতিবাদে শাবিতে মানববন্ধন 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪২, ৫ জুলাই ২০১৮

কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। 

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ শাবিপ্রবি শাখার উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, সারা দেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা, ছাত্রী লাঞ্ছনা ও গ্রেফতারের প্রতিবাদে আমরা এই মানববন্ধন করেছি।

ঢাকা বিশ্ববিদ্যালয়, কেন্দ্রীয় শহীদ মিনার ও রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ কোটা আন্দোলনের নেতাকর্মীদের ওপর যে হামলা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানায় তারা।

এসময় তারা হামলাকারীদের বিচার দাবিসহ আহতদের চিকিৎসার জন্য সরকারের প্রতি আহবান জানান।

এছাড়াও কেন্দ্রীয় নেতাদের মামলা প্রত্যাহার ও রিমান্ড বাতিলের দাবি করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ শাবিপ্রবি’র যুগ্ম আহ্বায়ক মো. কামরুজ্জামান, অন্তরা পারভীন, ফারুক মিয়া প্রমুখ।  

এমএইচ/এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি