ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইসলামী বিশ্ববিদ্যালয়ে সন্ধ্যাকালীন কোর্স বন্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৯, ৩০ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সন্ধ্যাকালীন কোর্স বন্ধের সিদ্ধান্ত নিয়েছে একাডেমিক কাউন্সিল। রোববার বিশ্ববিদ্যালয়ের ১১৩তম একাডেমিক কাউন্সিলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ জানিয়েছেন।

তিনি জানান, ভিসি অধ্যাপক ড. হারুন উর রশিদ আশকারীর নেতৃত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১১৩তম একাডেমিক কাউন্সিলের সভায় বেশ কয়েকটি গুরত্বপূর্ণ সিন্ধান্ত গৃহীত হয়েছে। এর মধ্যে একাডেমিক কাউন্সিল সর্বসম্মতিক্রমে সন্ধ্যাকালীন কোর্স বন্ধের সিদ্ধান্ত সুপারিশ করেছে। তবে চলমান কোর্সসমূহ নিয়মানুযায়ী সমাপ্ত করার সুযোগ পাবেন। এছাড়াও ৪৩ জনকে এমফিল ও পিএইচ.ডি ডিগ্রি প্রদান করাছে একাডেমিক কাউন্সিল।

এসময় ভিসি অধ্যাপক ড. হারুন উর রশিদ আশকারীর নেতৃত্বে প্রো-ভিসি অধ্যাপক ড. শাহিনুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. সেলিম তোহা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ, ডিনরা, সব বিভাগের সভাপতি একাডেমিক কাউন্সিল সভায় উপস্থিত ছিলেন।

এদিকে সন্ধ্যাকালীন কোর্স বন্ধের সিদ্ধান্ত নেয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছাস প্রকাশ করেছে। অনেকে সন্ধ্যাকালীন কোর্স বন্ধের সিদ্ধান্তকে যুগান্তকারী সিদ্ধান্ত উল্লেখ করে বিশ্ববিদ্যালয় প্রশসনকে অভিনন্দন জানিয়ে স্টাটাস দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী রুমি নোমান ফেসবুকে লিখেছেন, ‘সান্ধ্যকালীনের বাণিজ্যিক বোঝা থেকে বাঁচলো ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। অভিনন্দন ইবি প্রশাসন ও একাডেমিক কাউন্সিল।’

 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান লিখেছেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইভেনিং প্রগ্রাম বন্ধ করতে সর্বসম্মতিক্রমে একাডেমিক কাউন্সিলে সুপারিশ। চলতি সেশনই শেষ ব্যাচ। ধন্যবাদ ইবি প্রশাসন। ধারনা করছি সবচেয়ে বেশী খুশি হবে আমাদের স্নেহের শিক্ষার্থীরা। আমার বিশ্বাস অন্যান্য বিশ্ববিদ্যালয় ইবিকে অনুকরণ করবে।’

এ ব্যাপারে কথা বললে ভিসি অধ্যাপক ড. হারুন উর রশিদ আশকারী জানান, আমরা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের কথা বিবেচনা করে সন্ধ্যাকালীন কোর্স বন্ধের সিদ্ধান্ত নিয়েছি। আশা কারি দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো আমাদের অনুসরণ করবে।

এসএইচ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি