ঢাকা, বুধবার   ০৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হত্যার হুমকি  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০২, ২৯ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরীকে মুঠোফোনে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।   

আন্তর্জাতিক কোড যুক্ত একটি নাম্বার থেকে এ হুমকি দেওয়া হয় বলে জানা যায়। হুমকি পরবর্তী চট্টগ্রাম নগরীর খুলশী থানায় ও হাটহাজারী থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি করা হয়।

মঙ্গলবার ২৮ আগস্ট দুপুরে চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী হত্যার হুমকি পাওয়া ও সাধারণ ডায়েরি করার বিষয়টি নিশ্চিত করেছেন। 

চবি উপাচার্য বলেন, গত ১৬ আগস্ট সকালে বিদেশি একটি নাম্বার থেকে ফোন করে আমাকে গালাগাল ও প্রাণনাশের হুমকি দেয়। এরপরেই আমাকে ইমোতে মেসেজ দিয়েছে।  

এ ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার কে এম নুর আহমেদ হাটহাজারী মডেল থানায় ও খুলশী থানায় জিডি করেছে।

জানা যায়, আন্তর্জাতিক কোডযুক্ত (+৯১৯৮৭৪৯৭৮৯৪৬) একটি নম্বর থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তি গত ১৬ আগস্ট সকাল ৭টা ১৫ মিনিটে চবি উপাচার্যকে প্রাণনাশের হুমকি দেয়। পরে উপাচার্য নিজের নিরাপত্তার জন্য থাকায় ইতোমধ্যে দুটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

বিশ্ববিদ্যলয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এ.কে.এম নূর আহমেদ উপাচার্যের পক্ষে গত ১৭ আগস্ট হাটহাজারী মডেল থানায় ও গত ২৪ আগস্ট নগরীর খুলশী থানায় সাধারণ ডায়েরি (জি.ডি) করেন। তবে কী কারণে এই প্রাণনাশের হুমকি দিয়েছে সে সম্পর্কে নিশ্চিত করে কিছু বলতে পারেন না চবি উপাচার্য।

যদিও হুমকি পাওয়ার আগে চবি উপাচার্য পৃথক দুটি অনুষ্ঠানে গত ১৪ ও ১৫ আগস্ট সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাকে থাপ্পড় মারার প্রতিজ্ঞা করেন এবং কুখ্যাত কুলাঙ্গার জানোয়ার হিসেবে আখ্যা দেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্য স্যারকে হুমকি দেয়ার বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন খুলশি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ নাসির উদ্দিন ও হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল উদ্দিন জাহাঙ্গীর।

কেআই/এসি    

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি