ঢাকা, রবিবার   ১৭ নভেম্বর ২০২৪

ঢাবিতে আজ ‘৭ মার্চ ভবন’ উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৮, ১ সেপ্টেম্বর ২০১৮

আজ উদ্বোধন করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলে ৭ মার্চ ভবন। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ১০টায় রোকেয়া হলে আসবেন প্রধানমন্ত্রী। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে স্মরণীয় করে রাখতে রোকেয়া হলের ছাত্রীদের জন্য নবনির্মিত ৭ মার্চ ভবন উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী আনুমানিক দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ৭ মার্চ ভবন উদ্বোধন ও প্রধানমন্ত্রীর আগমনকে আনন্দঘন করতে বিশ্ববিদ্যালয়জুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রোকেয়া হলসহ পুরো বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এক্ষেত্রে আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর গৃহীত নিরাপত্তামূলক ব্যবস্থার কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সর্বসাধারণ ও সংশ্নিষ্টদের বিকল্প রাস্তা ব্যবহারের জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সচিবালয় থেকে বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল পর্যন্ত আলপনা আঁকবে বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত শিক্ষার্থী সংসদ।

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি