ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

জবিতে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩২, ২ সেপ্টেম্বর ২০১৮

পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও মঙ্গল শোভাযাত্রা ১৪২৫ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল ১১টায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন বিদ্যার্থী সংসদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়-এর উদ্যোগে আলোচনা সভা ও মঙ্গল শোভাযাত্রা ১৪২৫-এর অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। সনাতন বিদ্যার্থী সংসদ-এর সভাপতি শুভ চন্দ্র বালা-এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী, মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. অশোক কুমার সাহা, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক বিভাস কুমার সরকার ও প্রভাষক সুকান্ত সাহা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সনাতন বিদ্যার্থী সংসদ-এর সাবেক সাধারণ সম্পাদক সুফল কুমার রায়।

এদিকে, আলোচনা সভার পূর্বে একটি মঙ্গল শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি