ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নৌকা মার্কার প্রচারণায় চবি ছাত্রলীগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০০, ৬ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ২২:৩৪, ৬ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

নির্বাচনের এখনো বাকি তিন মাস। আগামী ২৭ ডিসেম্বরকে জাতীয় নির্বাচনের সম্ভাব্য তারিখ  ধরা হচ্ছে। এরইমধ্যে প্রচারণায় নেমে পড়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা-কর্মীরা।

আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সংলগ্ন কয়েকটি এলাকায় প্রচারণা চালান ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা।  এ বিষয়ে  জানতে চাইলে শাখা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক সাদেক হোসাইন টিপু বলেন, আসন্ন জাতীয় সংসদ নিবার্চনে নৌকা প্রতীককে জয় যুক্ত করতে কাজ শুরু করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এরই অংশ হিসেবে চবি ছাত্রলীগ প্রচারণায় নেমেছে।

প্রচারণাকালে সহ সম্পাদক কায়সার শাকিল,সদস্য রকিবুল হাসান রকি,নাজমুল সামির,মারুফ,ফরাজী, চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগ  নেতা নাইমুল হাসান রকিবসহ শতাধিক নেতা কর্মীরা অংশ নেন।

জেইউ/ এমজে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি