ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ডাকসু নির্বাচন নিয়ে বৈঠকে বসেছেন ঢাবি উপাচার্য

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৬, ১৬ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৪:১০, ১৬ সেপ্টেম্বর ২০১৮

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আজ রবিবার সকালে বৈঠকে বসেছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

ঢাবির প্রশাসনিক ভবনে আয়োজিত ওই বৈঠকে বিশ্ববিদ্যালয়ের ১৮টি ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতারা অংশ নিয়েছেন।

এর আগে গত বুধবার ও বৃহস্পতিবার চিঠি দিয়ে ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতাদের বৈঠকে অংশ নেয়ার আমন্ত্রণ জানানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রাব্বানী স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, সার্বিক বিষয় বিবেচনায় শুধু ক্রিয়াশীল ছাত্রসংগঠনের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক সভায় যোগদানের জন্য আমন্ত্রিত।

১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরের বছর যাত্রা শুরু করে ডাকসু। প্রতিবছর ডাকসু নির্বাচন হওয়ার কথা থাকলেও সর্বশেষ ১৯৯০ সালের ৬ জুন ডাকসু নির্বাচন হয়েছিল। এরপর বেশ কয়েকবার জোরালো পদক্ষেপ নেওয়া হলেও ডাকসু নির্বাচন আর হয়নি।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি