ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪

‘আরও ৭টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩৮, ১৬ সেপ্টেম্বর ২০১৮

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সরকার উচ্চ শিক্ষার প্রসারে একটি কৃষিসহ আরও ৭টি পাবলিক বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের কাজ করছে। ২০০৯ সাল থেকে বর্তমান মেয়াদ পর্যন্ত ১০টি পাবলিক ও ৪৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন ও পরিচালনা করার অনুমতি প্রদান করা হয়।

রোববার সংসদে সরকারি দলের সদস্য মামুনুর রশীদ কিরণের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

সরকারি দলের সদস্য নুরুন্নবী চৌধুরীর অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে নূরুল ইসলাম নাহিদ আরও বলেন, উচ্চ শিক্ষা খাতে গবেষণার জন্য বিশেষ গুরুত্ব আরোপ করে ২০১৮-২০১৯ অর্থবছরে ২০ কোটি টাকা বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে। উন্নয়নকে গতিশীল ও স্থায়ী করতে এসডিজিতে শিক্ষাকে মূল ভিত্তি হিসেবে বিবেচনা হিসেবে দেশে-বিদেশে শিক্ষকদের সবেতনে ফেলোশীপ প্রদান করা হচ্ছে।

বেকার শিক্ষিত যুবকদের দেশে-বিদেশে কর্মসংস্থান সৃষ্টি করার লক্ষ্যে সরকার বিভিন্ন কার্যকরী পদক্ষেপ নিচ্ছে। কারিগরি শিক্ষার উন্নয়নের মাধ্যমে ২০২০ সালের মধ্যে শতকরা ২০ ভাগে উন্নত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, সরকার একটি দক্ষ ও যুগোপযোগী প্রতি উপজেলায় একটি করে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

কেআই/এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি