ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

ডাকসু নির্বাচনের উদ্যোগে আস্থা নেই সাধারণ শিক্ষার্থীদের (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৭, ১৮ সেপ্টেম্বর ২০১৮

দীর্ঘ আটাশ বছর অচল দেশের সব গণতান্ত্রিক আন্দোলনের সূতিকাগার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ- ডাকসু।

বাংলার মানুষের স্বাধীকার, স্বাধীনতা আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি জড়িয়ে আছে ডাকসুর নাম। সময়ের সঙ্গে সঙ্গে নেতৃত্ব তৈরির কারখানায় পরিণত হয় ডাকসু।

তবে, দীর্ঘদিন ধরে অচলাবস্থা তৈরি হয়েছে ডাকসু নির্বাচনের ক্ষেত্রে। স্বাধীনতার ৪৭ বছরে নির্বাচন হয়েছে মাত্র সাতবার।

উচ্চ আদালতের নির্দেশনায় নির্বাচন আয়োজনের তৎপরতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বপ্ন দেখছে ডাকসু নিয়ে।

ছাত্রলীগ নেতারা বললেন, অতীত ইতিহাস ভুলে তারা সহ অবস্থানে থেকে ছাত্র সংসদ কার্যকর করতে চান।

আর ছাত্রদলের নেতাদের দাবি, সরকার সমর্থক ছাত্র সংগঠনের নির্যাতনের কারণে ক্যাম্পাস ছাড়া সংগঠনটির নেতাকর্মীরা। ডাকসু নির্বাচনের আগে সহাবস্থানের পরিবেশ চান তারা।

অন্যান্য সংগঠনের নেতারা বলছেন, সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে।

আর এই ছাত্র সংসদের সর্বশেষ ভিপি আমান উল্লাহ আমানের মতে, ডাকসু নির্বাচন না হওয়ায় ক্ষতি হয়েছে জাতীয় রাজনীতির। দেশ বঞ্চিত হয়েছে দক্ষ নেতা থেকে।

এদিকে, ছাত্রশিবির বাদে বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল সব ছাত্র সংগঠনের নেতারা বলেছেন, দ্রুত নির্বাচন হওয়া উচিত। আর বারবার আলোচনার পরও নির্বাচন না হওয়ায়, এই উদ্যোগে আস্থা রাখতে পারছেন না সাধারণ শিক্ষার্থীরা।

দেশের ঐতিহ্যবাহী ছাত্র সংসদ আবার সক্রিয় হোক- সেই চাওয়া সবার।

ভিডিও:


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি