ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বশেমুরবিপ্রবি’তে বিশ্ব পর্যটন দিবস পালন   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৪, ২৮ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ২১:৪৬, ২৮ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ-এ বিশ্ব পর্যটন দিবস ২০১৮ পালিত হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে ২৭ সেপ্টেম্বর ২০১৮, দুপুর ১টায় র‌্যালী, বিতর্ক প্রতিযোগিতা এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

র‌্যালীটি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।   

পরে একাডেমিক ভবনে এ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মানবিকী অনুষদের ডিন মোঃ আশিকুজ্জামান ভূঁইয়া, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. শেখ আশিকুর রহমান প্রিন্স জনসংযোগ কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক হুমায়ুন কবির প্রমুখ।

অনুষ্ঠানে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এসি  

  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি