ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইস্টার্ন ইউনিভার্সিটিতে ফল সেমিস্টারের ভর্তি মেলা শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২২, ৮ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

ইস্টার্ন ইউনিভার্সিটির ফল সেমিস্টারের ভর্তি মেলা শুরু হয়েছে। সোমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন ইর্স্টান ইউনিভার্সিটির ভর্তি কমিটির চেয়ারম্যান এবং বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মো. আলী আজম।

এই সময় মো.আজিজুল ইসলাম, প্রাক্তন চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্ট্রিজ, উপাচার্য প্রফেসর ইঞ্জিনিয়ার ড. আমিনুল হক, কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডিন ও চেয়ারম্যান, রেজিস্ট্রার, শিক্ষক,কর্মকর্তা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং মিশন ইন্টারন্যাশনাল কলেজ, হাজারীবাগ কমার্স কলেজ ও ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ভর্তি মেলা ৮-১০ অক্টোবর সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে। ফল ২০১৮ সেমিস্টারে শিক্ষার্থীদের ভর্তি ফি’তে ৫০ শতাংশ ছাড় এবং মেধাবী শিক্ষার্থীদের জন্য ১০-১০০ শতাংশ টিউশন ফি ছাড়ের সুযোগ আছে। স্থায়ী ক্যাম্পাসে ভর্তির জন্য ২৫ শতাংশ বিশেষ বৃত্তির ব্যবস্থা। এছাড়া আরও আছে ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় উপহার। ভর্তি মেলাতে আগ্রহী শিক্ষার্থীরা অভিজ্ঞ শিক্ষক ও ক্যারিয়ার কাউন্সিলরদের থেকে ক্যারিয়ার সংক্রান্ত তথ্য ও দিক-নির্দেশনা পাবেন।

কেআই/ এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি