ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজ সম্পন্ন  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৬, ৯ অক্টোবর ২০১৮

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(নোবিপ্রবি)বড় পুকুর পাড়ের চারপাশে সৌন্দর্য বর্ধনের নিমিত্তে ওয়াক-ওয়ে(রাস্তা)ইলেকট্রিফিকেশান লাইটিং, সিট বেঞ্চ, ড্রেন ও কালভার্ট এর উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে।  

মঙ্গলবার (০৯ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.এম অহিদুজ্জামান এই উন্নয়ন কাজের উদ্বোধন করেন। নির্মাণকাজটি ২০১৭ সালের ডিসেম্বর মাসে শুরু হয়।    

এ সময় উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজী অনুষদের ডিন মোহাম্মদ হুমায়ূন কবীর, সমাজ বিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন প্রফেসর ড. সৈয়্দ আতিকুল  ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি ড. আবদল্লাহ-আল মামুন, পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস পরিচালক এএইচএম নিজাম উদ্দিন চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর,  গ্রন্থাগারিকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

কেআই/এসি  

  

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি