যশোরের শার্শায় ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনের উদ্বোধন
প্রকাশিত : ২২:৪৭, ৯ অক্টোবর ২০১৮
যশোরের শার্শা উপজেলায় প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে উপজেলা কলেজের নব নির্মিত একাডেমিক ভবনসহ ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা কলেজের নব নির্মিত একাডেমিক ভবনসহ ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনের উদ্বোধন করেন যশোর-১ শার্শা আসনের সাংসদ শেখ আফিল উদ্দিন।
শার্শা উপজেলা কলেজের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসানের সভাপতিত্ব করেন। এছাড়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবকদের নিয়ে ‘মা সমাবেশ’ করা হয়েছে।
মা সমাবেশে প্রধান অতিথি শেখ আফিল উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী চিন্তা চেতনাকে সহজীকরণ ও দ্রুত বাস্তবায়ন করতে হলে এদেশের সকল মাকে নিজ সন্তানের প্রতি সুনজর দিতে হবে। কারণ প্রত্যেক মা তার নিজ সন্তানের প্রতি দরদি হয়ে তার লেখাপড়ার দায়িত্বভারটুকু গ্রহণ করলেই খুব দ্রুত বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে। মা সন্তানের শ্রেষ্ঠ শিক্ষক।
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মনজু, শার্শা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান, সহ-সভাপতি সালেহ আহমেদ মিন্টু, যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া আফরোজ, বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান. শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীসহ এলাকার সুধীজনেরা।
কেআই/এসি
আরও পড়ুন