ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আর্থিক অনুদান প্রদান করলো চবি উপাচার্য

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩১, ২২ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে পৃষ্ঠপোষকতা করে থাকেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের(চবি) উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। এরই ধারাবাহিকতায় চট্টগ্রামের আগ্রাবাদ ছোটপুলস্থ পুলিশ কমপ্লেক্স নির্মাণে আর্থিক অনুদান প্রদান করেন তিনি।

সোমবার বেলা ১১টায় উপাচার্য দপ্তরের সভাকক্ষে চট্টগ্রাম বিভাগের ডিআইজি খোন্দকার গোলাম ফারুককে ১ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

এ সময় পুলিশ সুপার নুরে আলম মিনা, চট্টগ্রাম জেলা শাখার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি)মহিউদ্দিন মাহমুদ সোহেল, হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম, হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, চবি প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী, সহকারী প্রক্টর লিটন মিত্র ও মোহাম্মদ নিয়াজ মোরশেদ রিপন উপস্থিত ছিলেন।

উপাচার্য অতিথিবৃন্দকে চবি’র অনিন্দ্য সবুজ ক্যাম্পাসে স্বাগত জানান। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কর্মকাণ্ডের একটি সংক্ষিপ্ত পরিচিত তুলে ধরেন। বিশেষ করে বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিরাজমান শিক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ সম্পর্কে তাদেরকে অবহিত করেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য ও গতিশীল নেতৃত্বে বর্তমানে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অভূতপূর্ব উন্নয়নের ফলে দেশ যেভাবে উন্নয়ন-অগ্রগতিতে এগিয়ে চলছে ইতোমধ্যে তা বিশ্ববাসীর কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিণত হয়েছে। এটি সম্ভব হয়েছে দেশের সাধারণ জনগণসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একনিষ্ঠ আন্তরিকতা ও নিজ নিজ দায়িত্ব পালনে একাগ্রতার ফলে। দেশের সাধারণ জনগণের জান-মাল রক্ষা এবং বিরাজমান শান্তি-শৃঙ্খলা অক্ষুন্ন রাখতে সার্বিকভাবে সরকারকে সহযোগিতা প্রদানের জন্য উপাচার্য আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহবান জানান।

ডিআইজি খোন্দকার গোলাম ফারুক বলেন, উপাচার্য মহোদয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি খুবই আন্তরিক। তিনি উন্নয়নমূলক কর্মকাণ্ডে বিভিন্নভাবে পৃষ্ঠপোষকতা করে আসছেন। পুলিশ কমপ্লেক্স নির্মাণের জন্য উপাচার্যের ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তা হিসেবে ১ লক্ষ টাকার চেক প্রদান করায় বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।

উল্লেখ্য, পুলিশ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন চবি উপাচার্য। ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তার ব্যক্তিগত তহবিল থেকে এ আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা করেছিলেন।

কেআই/ এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি