ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

চবিতে `সিউ এ্যান্টি প্রক্সি` অ্যাপের আওতায় ভর্তি পরীক্ষা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৮, ২৫ অক্টোবর ২০১৮

২০১৮-১৯ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁস ও ডিজিটাল ডিভাইস জালিয়াতি রোধ করতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েই (চবি) প্রথম `সিউ এ্যান্টি প্রক্সি` অ্যাপের আওতায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জানা যায়, এই অ্যাপটি ডাউনলোড করে প্রধান পরিদর্শক /সমন্বয়কারী মোবাইলে রাখবেন এবং পরীক্ষার্থীদের সনাক্তকরণের জন্য প্রয়োজনে এটি ব্যবহার করবেন।

এছাড়াও জালিয়াতি রোধে কঠোর নিরাপত্তার মাধ্যমে প্রশ্নপত্র ছাপানো হবে বলে জানা যায়। পরীক্ষা শুরু হওয়ার ১৫ মিনিট পূর্বে ফ্যাকাল্টি /কেন্দ্র ভবনের মূল ফটক/গেইট বন্ধ করে দেওয়া হবে। এর পর পরীক্ষার হলে কোনভাবেই প্রবেশ করতে দেওয়া হবে না। পরীক্ষা শুরু হওয়ার ৫ মিনিট পূর্বে প্রশ্নপত্রের প্যাকেট খোলা হবে। কোন অবস্থায় এর পূর্বে প্রশ্নপত্রের প্যাকেট খোলা হবে না।

উল্লেখ্য, আগামী ২৭ তারিখ শুরু হতে যাওয়া `বি` ইউনিটের আসন বিন্যাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি